
মোঃ বেলাল হোসেন, দিনাজপুর ॥
৯ অক্টোবর জাতীয় তামাকমুক্ত দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে “কৃষি জমিতে তামাক চাষ, খাদ্য নিরাপত্তায় সর্বনাশ” পতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ তামাক বিরোধী জোট, মমতা পল্লী উন্নয়ন সংস্থা, উদয়মান সমাজকল্যাণ সংস্থা, প্রভাতী সমাজ উন্নয়ন সংস্থা, ওয়ার্ক ফর ও বেটার বাংলাদেশ ট্রাস্ট এর আয়োজনে অবিলম্বে তামাক চাষ নিযন্ত্রণ নীতিমালা চুড়ান্তভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১২ অক্টোবর ২০২৫ জেলা প্রশাসক, দিনাজপুর এর কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক, দিনাজপুর -এর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, উদয়মান সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বেলাল হোসেন, উদয়মান সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান হাবলু, প্রভাতী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আলতাফ আলী, সাংবাদিক, সমাজকর্মীসহ প্রমুখ।