
সানাউর রহমান,স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র দিবর ইউনিয়ন শাখার উদ্যোগে দিবর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পত্নীতলা উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ মোহাম্মাদ হাবিবুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী দায়িত্ব পালনে সচেতনতা, ধৈর্য এবং দক্ষতা প্রদর্শন করতে হবে। তারা আরও বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে পোলিং এজেন্টদের সঠিকভাবে দায়িত্ব পালন করা জরুরি।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পত্নীতলা উপজেলা দিবর ইউনিয়ন সভাপতি মাস্টার মোঃ মজনুর রহমান । এ সময় আরও উপস্থিত ছিলেন দিবর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র অন্যান্য নেতৃবৃন্দ।