
প্রতিবেদক: স্বপ্ন আচার্য়্য দূর্জয়।প্রতিনিধি,বাঁশখালী উপজেলা।
অদ্য ২১.১০.২০২৫ ইং রোজ মঙ্গলবার চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম সান্ত বি পি এম (বার) মহোদয় এর নিদের্শনায় বাঁশখালী থানা অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম এর তও্ববধানে এএসআই নিরস্ত্র মো:আনোয়ার হোসেন, ও তার ফোর্স সহ নিয়ে অদ্য উল্লিখিত তারিখ ২১.১০.২০২৫ ভোর আনুমানিক ০৫:২০ মিনিটের সময় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার থানাধীন পুঁইছড়ি ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে ১ বছর ৩ মাস সাজপ্রাপ্ত আসামি পূর্ব পুঁইছড়ি ইউনিয়ন ৫ নং ওর্য়াডের বাসিন্দা মৃত শাহ আলমের পুত্র মেহের আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।