
মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল)
মধুপুরে আবরো মাইক্রোবাসের চাপায় লাইলী বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (২নভেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার নেকীবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনের ঘটনাটি ঘটে। জানা যায় নিহত লাইলী বেগম ধনবাড়ী উপজেলার ধোপাখালি ইউনিয়নের জমশেদপুর এলাকার মৃত আবু সাঈদের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লাইলী বেগম মধুপুর হইতে মোটরসাইকেল যুগে বাড়ি যাওয়ার পথে দ্রুতগামী একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনা স্থলেই,লাইলী বেগম নিহত হয়।এবং মোটরসাইকেল চালক মোঃ শামীম গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহত শামীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসা জন্য ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত ) ওসি রাসেল আহমেদ জানান, দুর্ঘটনার সংঘটিত ঘাতক মাইক্রোবাসের চালক ও মাইক্রোবাসটি আটকের চেষ্টা চলছে। এবং ঘটনাস্থল থেকে নিহত এক নারীর মরদেহ থানায় আনা হয়েছে। এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী প্রক্রিয়া কার্যক্রম সমাপ্ত হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান।