1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায়, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

মোঃ সোলায়মান গনি, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে আটটি ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার (৩১ অক্টোবর) ভোররাতে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে সার, তেল ও কীটনাশক ব্যবসায়ী অধীর চন্দ্র সাহার প্রায় ১৭ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এছাড়া একই ধরনের ব্যবসায়ী আমিনুল ইসলামের ১০ লাখ, কাকলী ট্রেডার্সের মালিক হাছেন আলীর ১০ লাখ, মুদি দোকানি মমিনুল ইসলাম, সুপারি ব্যবসায়ী আতাউর রহমান ও ইব্রাহিমের যৌথভাবে ৩ লাখ, সেলুন মালিক ফনি চন্দ্র শীলের ১ লাখ ৫০ হাজার এবং মসলা ব্যবসায়ী মোজাফ্ফর আলীর ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান আশিক জানান, ভোর পৌনে ৫টার দিকে বাজারের উত্তর পাশের একটি দোকানে আগুন জ্বলতে দেখেন। তিনি দ্রুত লোকজনকে ডেকে আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয় খাইরুল ইসলাম বলেন,ভোর ৫টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমিনুর রহমানের ভাই মমিনুল ইসলাম জানান, তাদের দোকানে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অধীর চন্দ্র সাহার ছেলে প্রাণ চন্দ্র সাহা বলেন,রাতে বাবা দোকান বন্ধ করে বাসায় যান। ভোরে হৈচৈ শুনে বাজারে এসে দেখি দোকানে আগুন লেগে সব পুড়ে ছাই।

কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ জানান, আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সাইফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে নিরূপণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট