1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযান: মিয়ানমার পাচারের পথে ১,১৯৪ বস্তা সারসহ ৯ পাচারকারী আটক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ মামুন উদ্দিন(অনলাইন রিপোর্টার)


নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযানে মিয়ানমার পাচারের পথে থাকা বিপুল পরিমাণ রাসায়নিক সার জব্দ করা হয়েছে। এসময় পাচার কাজে জড়িত ৯ জনকে আটক করা হয়।

শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বিসিজি স্টেশন হাতিয়া এ অভিযান পরিচালনা করে। শনিবার (১ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি বিশেষ টহল দল সূর্যমুখী ঘাট এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়। পাচারে ব্যবহৃত তিনটি বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এসব সার অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, সারগুলো মিয়ানমারে মাদকদ্রব্যের বিনিময়ে পাচার হতো।

লে. কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, কোস্টগার্ড সব সময় দেশের জলসীমায় অবৈধ পণ্য, অস্ত্র, মাদক ও মানব পাচার রোধে তৎপর রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

হাতিয়ার স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদীপথ দীর্ঘদিন ধরেই পাচারকারীদের জন্য অন্যতম নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে কোস্টগার্ডের টানা নজরদারির ফলে এসব কর্মকাণ্ড অনেকাংশে হ্রাস পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট