স্টাফ রিপোর্টার ঢাকা, ১১ মে ২০২৫
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাতে রাজধানীর দক্ষিণখান থানা এলাকার একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখান থানা ও উত্তরা পশ্চিম থানার যৌথ টিম এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত দেলোয়ারের বিরুদ্ধে একাধিক হত্যা ও সহিংসতার মামলার অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনার সঙ্গে দেলোয়ার হোসেনের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া গেছে। দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন।
রবিবার (১১ মে) তাকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো হবে বলে জানায় পুলিশ। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত কাজও গতি পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, দেলোয়ার হোসেন ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সংগঠনের বিরুদ্ধে বিদ্রোহী আচরণ, সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকা ও রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। এরপর থেকেই তিনি নিষিদ্ধ সংগঠনের হয়ে কাজ করছিলেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।