মোঃ রেদওয়ান(স্টাফ রিপোর্টার)
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী টু মঠবাড়িয়া সড়কের বেহাল অবস্থা।
প্রচন্ড ধুলোর কারনে সড়কে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ভোগান্তি পোহাতে হচ্ছে সড়কের দুইপাশে বসবাস করা ঘর-বাড়ির বাসিন্দাদেরকেও।
মঠবাড়িয়ার এ সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন ও কয়েকটি জেলার মানুষকে যাতায়াত করতে হয়।
প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয় এ সড়ক দিয়ে!
চিকিৎসা সেবার জন্য উপজেলার হাসপাতালে যেতে হয়, সরকারি বিভিন্ন সেবা ও সুবিধা পাওয়ার জন্য এলাকাবাসীকে এ সড়ক দিয়েই মঠবাড়িয়া সদরে যেতে হয়।
কিন্তু সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় ভোগান্তির শেষ নেই এলাকার নাগরিকদের।
বিশেষ করে উপজেলার মিরুখালী এবং দাউদখালি ইউনিয়নের মানুষরা পড়েছেন চরম ভোগান্তিতে!
এ দুটি ইউনিয়নের মানুষরা আইনী-পুলিশি সেবা পেতেও সমস্যার সম্মুখীন হচ্ছেন!
সড়ক খারাপ হওয়ায় থানা থেকে পুলিশ এসে পৌছাতেও অনেক সময়ের প্রয়োজন হয়।
এবং এই সুযোগ কাজে লাগিয়ে ঝালকাঠি ও বরগুনা জেলার বর্ডার এলাকায় অবস্থিত এ দুটি ইউনিয়নে চুরি-ডাকাতির ঘটনাও ঘটে চলে অহরহ।
তাই এলাকাবাসীর প্রানের দাবী সড়কটির সমস্যা দ্রুত সমাধান করে তাদেরকে ভোগান্তি থেকে মুক্ত করা হোক।
উল্লেখ্য সড়কটি রিপেয়ারিং ও প্রসস্থ করনের কাজ চলবান ছিলো কিন্তু গনঅভ্যুত্থানে আওয়ামীলীগ সরকার পতনের দিকে কাজ শেষ না করেই সরকারি কাগজে কাজ শেষ হয়েছে উল্লেখ করে বরাদ্দের পুরো ৬ কোটি ৮৫ লাখ টাকা তুলে নেয় ঠিকাদার।
বহুদিন থেকে সড়কটিতে শুধু ইটের খোয়া বিছানো রয়েছে, যা থেকেই প্রচন্ড ধুলোর সৃষ্টি হচ্ছে।
বর্ষায় খানাখন্দ সৃষ্টি হয়ে এ সমস্যা আরো বাড়বে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন, তাই তারা সড়কটির সমস্যার দ্রুত সমাধান চান।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।