মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, (প্রতিনিধি) :
হাটহাজারী উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়নের দাবিতে ১২ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের বরাবর প্রদান করা হয়েছে।
সোমবার (১২ মে) সকাল ১১টায় হাটহাজারী উন্নয়ন বাস্তবায়ন ফোরামের উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয়। এতে হাটহাজারীর বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত স্মারকলিপিতে হাটহাজারী অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, ক্রীড়া, পর্যটন, কৃষি ও পরিবেশসহ সামগ্রিক উন্নয়নের দাবিতে ১২টি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করা হয়। এরমধ্যে উল্লেখযোগ্য ছিল — ফটিকা বা মিঠাছড়া এলাকায় বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রকল্পের আওতায় একটি পূর্ণাঙ্গ হাসপাতাল ও হেলথ সিটি প্রতিষ্ঠা।
হাটহাজারী কৃষি ইনস্টিটিউটকে কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, নাজিরহাট কলেজ সরকারিকরণ, ধলই-বারবকুন্ড সড়ক উন্নয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা বাইপাস সড়ক, ৬ লেন মহাসড়ক নির্মাণ, কবি আলাওল সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্র স্থাপন, মিনি স্টেডিয়াম নির্মাণ, রেললাইন উন্নয়ন ও মেট্রোরেল সম্প্রসারণ, চা-কফি চাষ প্রকল্প গ্রহণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উন্নয়ন বাস্তবায়ন ফোরামের আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ ফোরকান সিকদার, ফরহাদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাহাদাত ওসমান, এনটিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান আরিচ আহম্মদ শাহ, এডভোকেট রফিকুল আলম, সচিব এইচ এম আলী আকবর, মোহাম্মদ শওকত আলী, মাওলানা আজিজুল হক, ডা. রফিকুল ইসলাম, মোহাম্মদ জালালউদ্দীন, মোঃ মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, “হাটহাজারী দীর্ঘদিন যাবত উন্নয়নে বঞ্চিত। মাননীয় প্রধান উপদেষ্টা এই অঞ্চলের কৃতি সন্তান। তার সদয় দৃষ্টি ও কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে হাটহাজারীর কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে।”
ফোরামের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারের নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয় এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।