কবিতার নাম : তোমার দ্বিধা
লেখক : সাহিদুল ইসলাম
সবকিছু সে বুঝেনিয়ে,
তাকে যে আমার নিজের ভাবি।
সে শুনছে ঠিকই ঘুমের ঘোরে,
সপ্ন ভেবে দিল উড়িয়ে।
না পাওয়া যত মেঘ জমেছে মন আকাশে,
বৃষ্টি নামক শব্দ নিয়ে ঝড়ে পরবো তোমার শহরে ...🦋😊
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।