মূল্যবোধে উজ্জীবিত, সৎ, যোগ্য ও নেতৃত্বদানে সক্ষম ছাত্র সমাজ গঠনের লক্ষ্যে ইসলামী ছাত্রশিবির গফরগাঁও অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির ২০২৫। উক্ত আয়োজনে অংশগ্রহণ করেন সংগঠনের বর্তমান ও সাবেক বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শিবিরের এ শিক্ষামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফখরুল ইসলাম।
তিনি বলেন, “একটি আদর্শ সমাজ গঠনে প্রয়োজন সচেতন ও দায়িত্বশীল নেতৃত্বের। ইসলামী ছাত্রশিবির সেই দায়িত্বশীল নেতৃত্ব গঠনের কারখানা। কর্মীদের আত্মশুদ্ধি ও আদর্শিক দৃঢ়তা অর্জনের মাধ্যমে জাতির জন্য তারা একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এমদাদুল হক।
তিনি বলেন, “আদর্শিক স্পষ্টতা, শৃঙ্খলা এবং দায়িত্বশীলতাই একজন কর্মীকে পরিণত করে ভবিষ্যতের নেতৃত্বে। কর্মী শিক্ষা শিবির এমন বৈশিষ্ট্য অর্জনের সহায়ক শক্তি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির ময়মনসিংহ জেলার সাবেক সভাপতি আবু ইউসুফ, জহিরুল ইসলামসহ গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন পর্যায়ের সাবেক দায়িত্বশীল নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ শিবিরে কর্মীদের মাঝে আদর্শিক জ্ঞানের পরিশুদ্ধি, সাংগঠনিক দক্ষতা, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব বিকাশ ও দাওয়াহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করা হয়। তত্ত্বীয় আলোচনার পাশাপাশি ছিল বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়।
আয়োজকরা জানান, এ ধরনের শিক্ষামূলক আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে, যাতে করে সংগঠনের প্রতিটি কর্মী নিজেকে এক একজন দায়িত্বশীল ইসলামী কর্মী হিসেবে গড়ে তুলতে পারে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।