মোঃনুর আলম, অনলাইন রিপোর্টার
গাজীপুর জেলায় কালিয়াকৈর উপজেলায় চন্দ্রা সরকারি কলেজের দুই শিক্ষার্থী জাহিদ হাসান আরাফাত ও সায়মন খান এখন সারা বাংলাদেশে হিপহপ কে এগিয়ে নেওয়ার ভুমিকা পালন করছে। তারা বলেন তারা তাদের প্রতিভার মাধ্যমে সিন্ডিকেট ও বাস্তবতা তুলে ধরে, তাদের আপলোড হয়া সবচেয়ে জনপ্রিয় গান হলো " মাতাব্বর " যার মাধ্যমে এক দিনেই তারা দর্শকের মন জয় করে নিয়েছ। জাহিদ হাসান আারাফাত ব্যাক্ত করেন যে তারা নাকি তাদের গানের মধ্য দিয়ে একদিন বাংলাদেশ কে পুরো বিশ্বের মঞ্চে দার করাবে।তাদের অফিশিয়াল ফেসবুক পেজ,ইউটিউব চ্যানেল এর নাম- JS 2
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।