মোঃ মাহবুবুর রহমান সোহেল স্টাফ রিপোর্টার
গাজীপুর, ১৫ জুন ২০২৫ — কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি'র নবগঠিত আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে উদ্ভূত দলীয় বিশৃঙ্খলার প্রতিবাদে এবং দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার লক্ষ্যে কালিয়াকৈরে মিছিল ও শৃঙ্খলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচির নেতৃত্ব দেন গাজীপুর জেলা বিএনপির সাবেক যুব-বিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জননেতা জনাব সাইজুদ্দিন আহমেদ। সমাবেশে তিনি বলেন, “দলকে সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের নয়, বরং বিএনপির আদর্শ এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি।”
তিনি আরও বলেন, “দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করে—এটা আমাদের সবার দায়িত্ব। দল ও নেতৃত্বের প্রতি আনুগত্য বজায় রাখাই দলীয় কর্মীদের প্রধান কর্তব্য হওয়া উচিত।”
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।