স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক কুখ্যাত ডাকাতকে আটক করা হয়েছে। আটককৃত মোহাম্মদ নাছির (৩৮) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানি নতুন পাড়ার বাসিন্দা।
সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৯টায় লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়ায় অবস্থিত একটি পরিত্যক্ত ভবনে ইয়াবা সেবনের সময় তাকে আটক করা হয়। সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
সূত্র জানায়, মোহাম্মদ নাছির কুখ্যাত ‘তৌহিদ গ্রুপ’ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে এলাকায় নাশকতা ও মাদকসহ নানা অপরাধে জড়িত ছিল। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা তার গতিবিধি নজরদারিতে রেখেছিল।
অভিযানটি পরিচালনা করেন সেনাবাহিনীর মেজর আহসানুল করিম রাঈমের নেতৃত্বে একটি টিম ও লোহাগাড়া থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে রাত সোয়া ৩টার সময় বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকায় তার নিজ বাড়ির পাশ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার সকালে পুলিশি পাহারায় তাকে আদালতে প্রেরণ করা হয়।
স্থানীয়রা পুলিশের এই সফল অভিযানের প্রশংসা করেছেন এবং অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।