নিজস্ব প্রতিবেদক, বানারীপাড়া:
সামাজিক ব্যাধি প্রতিরোধ ও মানবিক শিক্ষা বিস্তারে বরিশালের বানারীপাড়া উপজেলার ধারালিয়ায় অবস্থিত সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ে নাগরিক অধিকার দল ও সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠিত এ কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল "ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার শিক্ষা ও সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সচেতনতা বৃদ্ধি।"
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সলিয়া বাকপুর ইউনিয়ন শাখার সভাপতি জনাব আবদুল লতিফ সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্বারী মাওলানা নুর মিঞা, জনাব আমিনুল ইসলাম (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়), জনাব গোলাম মোর্শেদ (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, চাখার ফজলুল হক ইনস্টিটিউশন ), জনাব সৈয়দ সুলতান মাহমুদ (জেলা সভাপতি, বাসক), মাওলানা জাইদ হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের বানারীপাড়া উপজেলা সভাপতি শিক্ষক জনাব মোঃ রুহুল আমিন এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বানারীপাড়া উপজেলার যুব ও ক্রীড়া বিভাগের যুব উন্নয়ন ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জনাব মোঃ হাসিবুল হাসান নোমান।
শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি বক্তারা সমাজে ঘটে চলা নানা অন্যায়, অবক্ষয় ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান।
তারা বলেন, শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হবে, তবেই একটি ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী জনাব মোঃ সাদিফ হোসেন, যিনি একযোগে শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণার বার্তা পৌঁছে দেন।
উক্ত আয়োজনটি স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতার বীজ বপনে ভূমিকা রাখে।
মোঃ মেহেদী হাসান
বানারীপাড়া উপজেলা প্রতিনিধি
২৩/০৬/২০২৫ খ্রিষ্টপ দাও
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।