মুহাম্মাদ রাকিব, পটুয়াখালী প্রতিনিধি
আগামীকাল ০২ জুলাই দীর্ঘ বাইশ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিল ২০২৫ এ কাউন্সিল কে সামনে রেখে বর্ণাট্য আয়োজনের অংশ হিসেবে প্রায় অর্ধশতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে পোষ্টার, ফেষ্টুন, বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো পটুয়াখালী শহর। উৎসবের অংশ হিসেবে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রার্থীর পক্ষে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল এর নেতাকর্মীরা শহরের মোড়ে মোড়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রার্থীর পক্ষে স্লোগান দিয়ে মিছিল করছেন। আগামী নতুন নেতৃত্বকে ঘিরে পটুয়াখালী জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা যাচ্ছে নতুন উৎসব উদ্দীপনা। পটুয়াখালী জিমনেসিয়ামে আগামীকাল এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভাপতি প্রার্থী পদে স্নেহাংশু কুমার কুট্টি, মাকসুদ আহমেদ বায়জিদ (পান্না মিয়া) সাধারণ সম্পাদক পদে এড. মজিবর রহমান টোটন, বশির আহমেদ মৃধা, এড. তৌফিক আলী খান, সাইদুর রহমান তালুকদার, মনিরুল ইসলাম লিটন, দেলোয়ার হোসেন নান্নু প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।