প্রতিবেদক: মো. মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে পৈশাচিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন রিতু নামের এক গর্ভবতী নারী। অভিযোগ রয়েছে, যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা তার ওপর অমানবিক নির্যাতন চালায়। সন্তানসহ বাঁচার আকুতি জানিয়েও শেষরক্ষা হয়নি তার।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১ জুলাই)। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই যৌতুকের জন্য মানসিক ও শারীরিকভাবে নিপীড়নের শিকার হয়ে আসছিলেন 'রিতু'। সেই নির্যাতনের চূড়ান্ত রূপ ছিল গর্ভাবস্থায় পেটে লাথি মারা—যার ফলে গুরুতর আহত হন তিনি।
তাকে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে গোপালগঞ্জ সদর হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু বুধবার (২ জুলাই) ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রিতুর বাবা রবিউল শেখ মেয়ের মৃত্যুর ঘটনায় শোকাহত কণ্ঠে বলেন, "আমার মেয়ে বাঁচতে চেয়েছিল। বলেছিল, ‘বাবা, ওরা আমাকে মেরে ফেলবে’। সেই কথাই সত্যি হলো। ওরা আমার মেয়েকে হত্যা করেছে।"
এ ঘটনায় রিতুর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন—যাতে ভবিষ্যতে আর কোনো নারীকে যৌতুকের বলি হতে না হয়।
এই মর্মান্তিক ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—স্রেফ আইন থাকলেই সমাজে নিরাপত্তা আসে না, প্রয়োজন সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং প্রতিটি বিবেকবান মানুষের সোচ্চার ভূমিকা।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।