মোঃ সাজেদুর রহমান: স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের শিয়ালের কামড়ে ৩ দিনে নারীসহ প্রায় ১২ জন আহত হয়েছেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না জলাতঙ্কের টিকা। এ ঘটনায় বেশ আতঙ্কে রয়েছেন কয়েক গ্রামের মানুষ।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আলমপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো. ফিরোজ কবির।
শিয়ালের কামড়ে আহতরা হলেন- রবিউল আলম সুইট, আবদুল লতিফ, রেজিনা আক্তার, মো. মেসবাউল, মাইমুনা বেগম, আনোয়ার হোসেন চৌধুরী, আবদুস সালামসহ অনেকেই। আহতরা প্রত্যেকে আলমপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। এদের মধ্যে দুজনের অবস্থা বেশ গুরুতর হলে তারা বর্তমানে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, তারা বাড়ি থেকে বের হলে কয়েকটি শিয়াল সংঘবদ্ধভাবে তাদের উপরে আক্রমণ করে। তাদের শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে দ্রুত পালিয়ে যায়। এভাবে বেশ কয়েকজনকে কামড় দিয়েছে শিয়ালগুলো। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে বাড়িতে থাকা ছোট বাচ্চাদের নিয়ে আতঙ্কে রয়েছে পরিবার।
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে সেখানে মিলছেনা জলাতঙ্কের টিকা। বর্তমানে শিয়ালের আক্রমণে আহতরা সবাই পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।
এ বিষয়ে আহত আনোয়ার হোসেন চৌধুরী জানান, গত মঙ্গলবার ভোরে বাড়ির পাশে একটি শিয়াল তার হাতে কামড় দেয়। তিনি গুরতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক জয়পুরহাট হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম বলেন, সরকারিভাবে আমরা জলাতঙ্কের টিকা তেমন পাই না। নিজস্ব তহবিল ও সমাজসেবা অধিদপ্তর থেকে কিছু টিকা সংগ্রহ করে থাকি। বর্তমানে শিয়াল ও কুকুরের অত্যাচার বাড়তে থাকায় আমরা চাইলেও আহতের সময়মত টিকা দিতে পারছি না।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।