সানাউর রহমান (স্টাফ রিপোটার).
সাপাহার আমের বানিজ্যিক রাজধানী'র আম বাজারে ০২ জুলাই রোজ বুধবার সাপাহার মাঊন ক্লাবের উদ্যোগে আম বাজারে আগত আমচাষী, ভ্যান চালক ও জনসাধারনের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় । উপস্থিত ছিলেন সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সাপাহার আলহেলাল ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, জাতীয় সংসদের ৪৬ নওগাঁ-০১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাহবুবুল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাপাহার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ্ আনসারী, মাঊন ক্লাবের সভাপতি প্রভাষক আব্দুর রশিদ চৌধুরী, সেক্রেটারী মিনহাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক নাইম হোসেন । ক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুমিনুল হক কার্যক্রম সর্ম্পকে বলেন " প্রচন্ড গরমে আম ক্রেতা ও বিক্রেতা, আম চাষী, আম বহনকারী ভ্যান চালক সহ জনসাধারনকে একটুখানি স্বস্তি দিতে ক্লাবের এই ক্ষুদ্র আয়োজন । তিনি সমাজের সকল বিত্তবান ও সমাজসেবীদের কাছে এই কার্যক্রম চলমান রাখার অনুরোধ জানান। প্রচন্ড গরমে শরবত পান করে বাজারে আগত আমচাষী ও জনসাধারনগন এই কার্যক্রমে খুশির প্রতিক্রিয়া জানান । এ ধরনের কার্যক্রম প্রতিদিন করার দাবীও জানান তারা ।
উল্লেখ্য যে ২০২০ ইংঃ সালে প্রতিষ্টার পর থেকে সাপাহার যুব মাউন ক্লাব রক্তদান কার্যক্রম, শীতবস্ত্র বিতরণ,অসহায় দের মাঝে খাবার কাপড় বিতরণ,বিভিন্ন সময় খেলাধুলার টুনামেন্ট আয়োজন করে থাকেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।