বারকুল্লাহ ইসলাম (বারেক) নাটোর জেলা প্রতিনিধি:
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় (১০) বছরের শিশু মিনহাজ হোসেন আবিরকে ফ্রি ফায়ার গেম নিয়ে দ্বন্দ্বের জেরে নির্মমভাবে হত্যা করেছে তারই এক বন্ধু হযরত আলী। মাত্র একটি বারের রাগ আর একটি ইট, কেড়ে নিল একটি নিষ্পাপ প্রাণ। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪ টার দিকে আবির তার বাবার স্মার্টফোনে গেম খেলছিল বন্ধুদের সঙ্গে। একপর্যায়ে ফ্রি ফায়ার গেম নিয়ে কথা কাটাকাটিতে জড়ায় সে ও তার বন্ধু (১২) হযরত আলী। হঠাৎ করেই রাগের মাথায় সেই বন্ধু আবিরের মাথায় ইট দিয়ে একের পর এক আঘাত করে। ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু আবির। নিহত আবির বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের কাতার প্রবাসী মোঃ মিলন হোসেনের একমাত্র ছেলে। সে বনপাড়া আদিব ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে আবির বাবার মোবাইল আর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরও না ফেরায়, আবিরের বাবা মোঃ মিলন হোসেন, বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে সন্ধ্যায় আত্মীয়রা বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশনের কাছে একটি পরিত্যক্ত মাঠে রক্তমাখা সাইকেল ও স্যান্ডেল খুঁজে পান। সেখানেই ভুট্টার গাছের নিচে লুকিয়ে রাখা অবস্থায় আবিরের মরদেহ উদ্ধার করা হয়।
বড়াইগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত শিশুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী খুনে ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে।
ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন, একজন শিশুকে হত্যা করেও অপর শিশু অপরাধী হয়ে উঠছে, এটা সমাজের জন্য ভয়ংকর বার্তা।
শুক্রবার (২৭ জুন) বনপাড়ার মহিষভাঙ্গা কবরস্থানে আবিরের দাফন সম্পন্ন হয়। প্রবাস ফেরত বাবা মোঃ মিলন হোসেন চোখের জল মুছতে মুছতে বলেন, বছর খানেক পর ছেলেকে জড়িয়ে ধরতে দেশে এসেছিলাম। কিন্তু এখন তাকে বিদায় দিতে হলো কবরে। মোবাইল ফোনের একটিমাত্র গেম, একটু রাগ, আর এক মুহূর্তের ভুল আমার জীবন তছনছ করে দিয়েছে। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমি কিছু চাই না। শুধু চাই, কেউ যেন এমন কষ্ট না পায়। মোবাইল নয়, সন্তানকে সময় দিন। ওদের ভালোবাসুন, কারণ সুযোগ চলে গেলে আর ফিরে আসে না।
সামাজিক বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের হাতে মোবাইল তুলে দেওয়ার আগে অভিবাবকদের সচেতন হওয়া জরুরি।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।