প্রতিবেদক: মো. মাহফুজুর রহমান
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে জবি ছাত্রদল। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম শরিফুল ইসলাম সাজিদ। তিনি ২০২০-২১ সেশনের শিক্ষার্থী এবং ছাত্রলীগের ওই বিভাগের সেক্রেটারি। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপাড়া এলাকায়।
ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নিষিদ্ধ সংগঠনের সদস্য হয়েও সাজিদ পরিকল্পিতভাবে ক্যাম্পাসে প্রবেশ করে রিটেক পরীক্ষার অজুহাতে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে চিহ্নিত করে ধরে ফেলেন এবং পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেন।
ঘটনার সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, মাহমুদুল হাসান খান মাহমুদসহ সংগঠনের আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মেহেদী হাসান হিমেল বলেন, “নিষিদ্ধ সংগঠনের কেউ যেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুপ্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোনো সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় নয়। আমরা চাই শান্তিপূর্ণ ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ, যেখানে ছাত্রছাত্রীরা নির্ভয়ে অধ্যয়ন করতে পারবে।”
উল্লেখযোগ্য যে, ঘটনার আগের দিন একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল— “কাল থেকে একদল তরুণের প্রবেশ হবে যাদের হারানোর কিছুই নেই... তারা হবে ভয়ংকর সুন্দর!” ছাত্রদল নেতাদের অভিযোগ, এই পোস্টের মাধ্যমেই পরিকল্পিতভাবে ক্যাম্পাসে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছিল।
অন্যদিকে, আটক সাজিদ দাবি করেন, সেই ফেসবুক অ্যাকাউন্টটি তার নয়। তার ভাষ্য, “আগামীকাল আমার বিয়ে। আজ আমি এসেছিলাম রিটেক পরীক্ষার আবেদন করতে। অনলাইনে যে পোস্টটি ঘুরছে, তা আমি করিনি।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক জানান, “ছাত্রদলের নেতাকর্মীরা অভিযুক্ত শিক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে আসেন। যেহেতু তার বিরুদ্ধে আগেই কিছু অভিযোগ ও মামলা রয়েছে, তাই নিয়ম অনুযায়ী তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।