মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)
অদ্য-৫জুলাই রোজ শনিবার শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগান ৫নং বস্তুিতে বৃক্ষ রোপণ অনুষ্ঠিত হয়।
চা শ্রমিকদের সেবক সংগঠনের সহযোগিতা ও উদ্যোগে শ্রদ্ধেয় শিক্ষক চন্দন কৈরীর। ও চা শ্রমিকদের সেবক সংগঠনের উপদেষ্টা চন্দন কৈরীর সঞ্চলনায়
শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান ৫নং বস্তির সার্বজনীন দূর্গা মন্দিরে বৃক্ষরোপণ ফলজ বনজ ঔষধি গাছের চারাগাছ রোপন করা হয়,
এ সময় উপস্থিত ছিলেন চা শ্রমিকদের সেবক সংগঠনের উপদেষ্টা বাবু সন্তোষ লোহার, সভাপতি বাবু বিষ্ণু হাজরা রাজু,
অত্র এলাকার সচেতন ছাত্র যুব সমাজের পক্ষে পলাশ কাহার প্রমুখ,চা শ্রমিকদের সেবক সংগঠন এর সভাপতি বাবু বিষ্ণু হাজরা রাজু অন্যান্য যুবক বৃন্দ এবং মুরব্বিগন কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন, বৃক্ষরোপণ মহৎ কর্মসুচিতে অংশ গ্রহন এবং সফল ও স্বার্থক করার জন্য।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।