মোঃ সাজেদুর রহমান:স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে ভর্তা হোটেল এন্ড এস্তরা ব্যবসা নামে করছে জনগণের সঙ্গে প্রতারণা বলে অভিযোগ পাওয়া গেছে, মঙ্গলবার দুপুরে সর জমিনে গিয়ে দেখা যায়। খাবারের তালিকা রয়েছে কিন্তু সেখানে কিছু কিছু খাবারের তালিকা উল্লেখ থাকলেও বাকিগুলো নাই। যার কারণে জনগণকে পড়তে হচ্ছে বিপদের মুখে খাবার শেষে গুনতে হচ্ছে ডাবল টাকা, স্থানীয়রা বলছেন খাসির মাংস গরুর মাংস থেকে চিংড়ি মাছের আকাশ ছোয়া। তাদের ব্যবসায়ী এরকম এই কারণেই তারা মূল্য তালিকায় চিংড়ি মাছ উল্লেখ করে নাই, হোটেল মালিক আবু তালেব এর সঙ্গে কথা হলে তিনি বলেন গরুর মাংস খাসির মাংস থেকেও চিংড়ি মাছের দাম বেশি তালিকায় চিংড়ির নাম নেয় কেন এ বিষয়ে কোনো উত্তর দিতে পারেন নাই তিনি। স্থানীয়দের দাবি এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের মত অনেক অসহায় লোক বিপদে পড়ে যায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন তারা।
এ বিষয়ে নওগাঁ জেলা ভোক্তা অধিদপ্তরের সঙ্গে কথা হলে তারা খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।