মোঃ সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার পত্নীতলা (নওগাঁ)
নওগাঁর পত্নীতলায় জামগ্রাম হজরত মোল্লাআতা নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়।
৭ জুলাই অত মাদ্রাসায় আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে মৌসুমী ফল উৎসবের অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে অত্র মহাতামিম বলেন মাদ্রাসার এতিম বাচ্চারা ভালো মন্দ মৌসুমী ফল খেতে পারে না। ব্যতিক্রমধর্মী এ আয়োজনে বিভিন্ন জাতের ফল পেয়ে বাচ্চারা দারুন খুশি। আমি ধন্যবাদ জানাই
আবাব ফাউন্ডেশন বাংলাদেশকে তাদের এই ব্যতিক্রমধমী এরকম উদ্যোগ গ্রহণের জন্য।
এসময় উপস্থিত ছিলেন
মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী জহুরুল ইসলাম
অত্র মাদ্রাসার কোষাধক্ষ্য গোলাম মোস্তফা ও আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর নওগাঁ জেলা প্রতিনিধি আল আমিন (আবির)এসময় উপস্থিত ছিলেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।