মোঃ ইব্রাহিম হাওলাদার (পিরোজপুর জেলা প্রতিনিধি)
পটুয়াখালী নতুন বাসস্ট্যান্ড মোঃ আল আমিন সরদার সে দীর্ঘদিন ধরে লিভার টিউমার হয়ে ক্যান্সার রোগ আক্রান্ত হয়ে পরে আছে ।সে তার বাড়ি ৯ নং ওয়ার্ডে পটুয়াখালী উপজেলা তার। এই চিকিৎসা বাংলাদেশ হবে না বলে জানিয়েছেন ডাক্তাররা তার উনার চিকিৎসা জন্য অনেক টাকা প্রায়োজন হয়েছে। তার এক মাএ ছোট ছেলে সবাই কাছে সাহায্য চাইছে এতো টাকা রোজগার করার তাদের সমার্থক নাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে টাকার জন্য এই পরিবারটা হিমশিম খেতে আছে ১৫ লক্ষ টাকা কোথায় পাবেন। তাকে ডাক্তার সময় দিয়েছে ১ মাস পর আপনার কারনে এই আলামিন সিকদার বেঁচে জেতে পারে।সুদু আপনার সাহাযে হাত বাড়িয়ে দেন ।যে এই ছবি টি দেখবেন অতি দ্রুত পোস্ট দেয়ন
যে জানা গেছে যে,আমরা সবাই মানবতা কাজে লাগিয়ে আসি পোটুয়াখালী উপজেলা বাসিন্দা। মোঃ আলামিন সিকদার ক্যান্সার রোগ আক্রান্ত হয়েছে বসবাস করছে। তিনি পুরোপুরি সুস্থ হতে পারে নাই সেই দীর্ঘদিন ধরে বিছানায় শুয়ে থাকে শরীর বিভিন্ন জায়গা বিভিন্ন ছিদ্র হয়ে গেছে । বর্তমানে তার শরীরের অবস্থা খুবই খারাপ ।যে চিকিৎসা করতে গিয়ে তার সব ভিটা মাটি বল সবই শেষ মোঃ আলামিন শিকদার আবারও আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। এটু সাহায্যের হাত বাড়িয়ে দিন । তার প্রয়োজনে নাম্বার
সামাজিক বিবেচনা করে ।আমরা সবাই মানবতা কাজে এগিয়ে আসি আপনার কারণে হয়তো আবার ও জীবন ফিরে পেতে পারে।
মোঃ আলামিন শিকদার তার
মোবাইল নাম্বার
বিকাশ
01776554012
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।