মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)
বৃক্ষ কলমেঃ বিষ্ণু হাজরা রাজু। অন্ধকারাচ্ছন্ন ভুমির গর্ভ হতে বীজ থেকে অংকুরদম হইয়া। মৃত্তিকাকে ভেদ করিয়া আমি প্রাণের সঞ্চার ঘটায়, আমি বৃক্ষ। পৃথিবীর বুকে আমি সবুজ শ্যামলের সুশোভিত চাদোয়া। আমি বৃক্ষ অতি দুঃখের সহিত বলছি যে, আমার ছায়ার তলে বসিয়া আমাকে খুচাইয়া ক্ষতবিক্ষত কর, আমি নিরবে সব সহ্য করে মানুষের উপকার করে যাচ্ছি। পৃথিবীকে বাঁচাতে আমার সৃষ্টির জন্মলগ্ন থেকে ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড ভক্ষন করে। পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রন করে যাচ্ছি। আমি মানুষের প্রাণ বায়ুর সঞ্চার তথা (অক্সিজেন) সরবরাহ করে, মানুষের প্রান বাচিয়ে যাচ্ছি। আমি প্রাকৃতিক দুর্যোগ তথা বন্যা জলোচ্ছাস ঘুর্নিঝড় খরা অনাবৃষ্টি, লবনাক্ত ও ভূমিকম্পের হাত থেকে রক্ষা, ও সাধারন জনগনের জানমালসহ পৃথিবীকে রক্ষা করে, মাথা উচু করে দাড়িয়ে আছি আমি বৃক্ষ। আমি আদি প্রান বৃক্ষ মানুষের মুখের আহার ও ফসলের প্রান, বাঁচাতে বর্ষায় বৃষ্টির ফোটা,
ভূমি ক্ষয়রোধ আর নদী ভাঙনের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে। আমার আপ্রান্ত চেষ্টা। আমি পৃথিবীকে বাঁচাতে পৃথিবীর বুকে ছায়া আর শীতলতা, প্রদান করে যাচ্ছি। পরিবেশ ও জলবায়ু রক্ষায় আমি সদা রয়েছি সজাগ। আমি গরিবের বন্ধু তথা আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা। আমি কন্যাদায়গ্রস্ত পিতার একমাত্র ভরসা। বর্তমান দেশের উন্নয়নের স্বার্থে আর অপরিকল্পিত নগরায়নের কারনে অবাধে বৃক্ষ নিধন বন জঙল উজাড় টিলা পাহাড় কেটে সাবাড়। বর্তমান দেশের জনসংখ্যা বৃদ্ধি আর আবাসন সমস্যা নিরসনের জন্য অবাধে হাজার হাজার বৃক্ষ নিধন করা হচ্ছে। পন্য আর নির্বাচনী প্রচারনার জন্য আমার গায়ে লম্বা লম্বা পেরেক, ঢুকিয়ে প্রান কেড়ে নেওয়া হচ্ছে। পরিবেশ আর বন আইনের প্রতিশ্রুতি হচ্ছে, একটি গাছ কাটলে অন্তত তিনটি গাছ লাগাতে হবে, গাছ কাটা আর মানুষ খুন করা সমান কথা, তা আইনে থাকলে ও বাস্তবে কোন বাস্তবায়ন নেই, মানবজাতি যখনই প্রকৃতি তথা গাছপালার ওপর, নির্মম নিষ্ঠুর আচরন আর ধংসযজ্ঞ চালিয়েছে। তখন আমি প্রকৃতি তথা আদিপ্রান রুদ্ররুপ ধারন করে, মানুষের প্রান হানি ঘটিয়েছি। এখনো সময় আছে হে মানবজাতি আমি বৃক্ষ আদি প্রান, প্রকৃতির ওপর নির্মম নিষ্ঠর আচরন বন্ধ কর, আমি বৃক্ষ আদি প্রান বলছি। সহযোগীতায়: গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) প্রধান কার্যালয়: কৃষ্ণনগর, জুড়ী, মৌলভীবাজার।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।