ডেক্স নিউজ
জাতীয় নাগরিক পার্টি NCP এর জুলাই পদযাত্রায় আগত কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দকে বরন ও পদযাত্রার প্রস্তুতি শেষ করে বাড়ি ফেরার পথে পিরোজপুর জেলা NCP এর সদস্য ও মঠবাড়িয়া উপজেলা NCP এর প্রধান সংগঠক এ কে এম মনজুরুল ইসলাম সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন।
গতকাল দিবাগত রাতে ২ টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় NCP নেতা ও বাইক চালক আহত হয়েছেন, NCP নেতা মনজুরুল ইসলামের সাথে থাকা স্মার্টফোন ভেঙে গেছে এবং বাইকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে!
উল্লেখ্য বিচার ও সংস্কারের দাবীতে দেশব্যাপী চলছে জাতীয় নাগরিক পার্টি-NCP এর জুলাই পদযাত্রা।
এরই ধারাবাহিকতায় আজ রবিবার পিরোজপুর জেলা NCP এর পদযাত্রা উপলক্ষে গতকাল ১২ তারিখ রাতে পিরোজপুর এসে পৌছেছেন NCP এর কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।