গোয়াইনঘাট প্রতিনিধি :
উত্তর সিলেটের গোয়াইনঘাট উপজেলার বহর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতী সন্তান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রভাষক ফয়েজ আহমদ ১৪ জুলাই সোমবার ২০২৫ ইং তারিখে সিলেট উইমেন্স মডেল কলেজে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি বর্তমানে সিলেটে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। সিলেটের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নারী শিক্ষা প্রতিষ্ঠান হলো উইমেন্স মডেল কলেজ, সিলেট। এ প্রতিষ্ঠানটি সিলেটের নারী শিক্ষার উন্নয়নে এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।
শিক্ষাক্ষেত্রে এক যুগেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন ফয়েজ আহমদ এর আগে পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়, সালুটিকর ডিগ্রি কলেজ এবং ওয়েস্টপয়েন্ট কলেজে শিক্ষকতা করেছেন। তাঁর এই পদোন্নতিকে স্বাগত জানিয়েছেন সহকর্মী, শিক্ষার্থী, এলাকাবাসী ও দেশবাসী।
শুধু তিনি নন, তাঁর পরিবারও দীর্ঘদিন ধরে উত্তর সিলেটের শিক্ষা ও সমাজ উন্নয়নে অসামান্য ভূমিকা রেখে চলেছে। তাঁর পিতামহ মরহুম আলহাজ্ব আব্দুল হান্নান কেরানী হাজী ছিলেন পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, জামেয়া মুশাহিদিয়া খাগাইল মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের অন্যতম এবং সালুটিকর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠায় দিকনির্দেশনাকারী অন্যতম মুরব্বি। একইসাথে তিনি উত্তর সিলেটের তাবলিগ জামাতেরও একজন অন্যতম মুরব্বি ছিলেন।
ফয়েজ আহমদের পিতা রুহুল আমিন মুতাওয়াল্লীও বহর জামে মসজিদের দীর্ঘ বাইশ বছরের মুতাওয়াল্লী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইবারের সভাপতি এবং পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের দুইবারের বিদ্যোৎসাহী সদস্য ছিলেন।
শিক্ষা, সমাজসেবা ও নৈতিকতা এই তিন মূল স্তম্ভকে ধারণ করে ফয়েজ আহমদ "আলহাজ্ব আব্দুল হান্নান কেরানী হাজী ফাউন্ডেশন" প্রতিষ্ঠা করেছেন। সমাজ গঠনে তাঁর এ সক্রিয় ভূমিকার জন্য ইতোমধ্যে তিনি এলাকাবাসীর নিকট একজন সম্মানিত ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত।
সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম প্রতিষ্টাতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর উপর গবেষণা করতে আগ্রহী। এছাড়া শেরে বাংলা একে ফজলুল হক, মওলানা ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সমসাময়িক রাজনীতি নিয়ে বিভিন্ন সময়ে তাঁর গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ বিভিন্ন জাতীয়, স্হানীয় ও অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
সহকারী অধ্যাপক পদে পদোন্নতি উপলক্ষে তিনি এলাকাবাসী, দেশবাসী, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের নিকট দোয়া কামনা করেছেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।