মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি
গত ১২ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকার হইতে ১৪/০৭/২০২৫ দুপুর আনুমানিক ০২:০০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোরেরা শ্রীমঙ্গল থানাধীন পশ্চিম লালবাগ এলাকার শাহিন মিয়ার বসত ঘর হইতে মালামাল চুরি করিয়া নিয়া যায়।
এ ঘটনায় শাহিন মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করিলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও তদারকীতে এসআই(নিঃ)/সজীব চৌধুরী অদ্য ১৫/০৭/২৫ইং তারিখ রাত ০২.৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ নাহিদ (২৫), পিতা- মৃত হেকিম, স্থায়ী গ্রাম- লালবাগ, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজারকে লালবাগ এলাকা হইতে গ্রেফতার করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে অপর আসামী ২। মোঃ জাহাঙ্গীর (২৩), পিতা- নুর ইসলাম, স্থায়ী গ্রাম- শাহীবাগ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়। আসামীদ্বয় চুরির ঘটনা স্বীকার করিয়া জানায় চোরাইকৃত টেলিভিশন শ্রীমঙ্গল থানাধীন আশিদ্রোন ইউনিয়নের রসুলপুর কালিবাড়ী তার চাচা জনৈক দুলাল মিয়া এর বাসায় রাখিয়াছে। পরবর্তীতে জাহাঙ্গীরের দেখানো মতে শ্রীমঙ্গল থানাধীন আশিদ্রোন ইউনিয়নের রসুলপুর কালিবাড়ী তার চাচা জনৈক দুলাল মিয়ার বসত বাড়ী হইতে বাদীর চোরাইকৃত একটি ৩২ ইঞ্চি টেলিভিশন, যাহার মূল্য আনুমানিক ৩২, ০০০/- (বত্রিশ হাজার) টাকা উদ্ধার করিয়া জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।