মোঃ সাজেদুর রহমান,স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর বদলগাছী উপজেলার পয়নারী এলাকা থেকে অভিনব কায়দায় পিকআপ গাড়ীতে লুকিয়ে রাখা ফেন্সিডিল সহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫
র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট এর একটি আভিযানিক দল ১৬/০৭/২০২৫ইং তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন পয়নারী এলাকায় মহাসড়কে চেকপোস্টে একটি পিকআপ আটকিয়ে তল্লাশী করা করা হয়। তল্লাশীর এক পর্যায়ে পিকআপ চালক হানিফ এবং দ্বিতীয় সিটে বসে থাকা আসামী আমিনুল এর দেখানোমতে অভিনব কায়দায় পিকআপ গাড়ীর উপরে লুকিয়ে রাখা ক্যারেটের ভিতর রক্ষিত ব্যাগের ভিতর ৫৮ পিস ফেন্সিডিল উদ্ধার করা হয় । এবং তাদের কাছ থেকে ০২টি মোবাইল ফোন ও নগদ ২৭০০/- টাকা, ৫৭ কেজি চাউল, ১৪টি খালি ক্যারেট, ০১টি পলিথিনসহ পিকআপটি জব্দ করা হয়।
অপর আসামী জুয়েল কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামী হানিফ এবং আমিনুল চিন্হিত মাদক ব্যবসায়ী। আসামী হানিফ এবং আমিনুলকে জিজ্ঞাসাবাদে তারা অকপটে স্বীকার করে ও বলে যে, তারা অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে পলাতক আসামী মোঃ জুয়েল রানা (৩৮), পিতা-মোঃ নজরুল, সাং-বাবনাবাজ, থানা-পত্নীতলা, জেলা-নওগাঁ এর সক্রিয় সহযোগিতায় ঢাকায় নিয়ে যাচ্ছিল।
গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে আরো জানায় যে তাদের পুরো নাম মোঃ হানিফ (৩১), পিতা- আকতার হোসেন বাবু, সাং-রহট্যা, থানা-মহাদেবপুর মোঃ আমিনুল ইসলাম (৩৫), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-নাগরগোলা, থানা-পত্নীতলা, উভয় জেলা-নওগাঁ। তারা নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ ঢাকাসহ নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।