মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)
(২০ জুলাই রোজ রবিবার) সকাল ৯টা থেকে দুপুর ২ঘটিকা পর্যন্ত,
শ্রীমঙ্গল উপজেলার জাগছাড়া চা বাগান হাসপাতালে
বিনামুল্যে চক্ষু পরীক্ষা, ঔষধ, চশমা ও ছানি অপারেশন সুযোগ,
স্থানীয় সহযোগিতায় গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক, ব্যবস্থাপনায় শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থা, সার্বিক সহযোগিতায় ছিলেন-চা শ্রমিকদের সেবক সংগঠন, আর্থিক সহযোগীতায়, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক,
সর্বমোট ২০৭ জন রোগীকে সেবা প্রদান করেন, ,ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয় ৬১,
৩৫ জনকে চশমা বিতরণ করা হয়,ও (৯৭০০ টাকার ঔষধ বিতরণ করা হয়,এবং স্কুলের ছাত্র ছাত্রী ও চা বাগানের শ্রমিকদের হাতে তুলে দেন, (৩০০)টি বিভিন্ন ফল গাছের চারা।
প্রথম ধাপে ২৭ জনকে অপারেশনের জন্য কুলাউড়া চক্ষু হাসপাতালে নেওয়া হয়,তাদের থাকা খাওয়া দাওয়া যাতায়াত অপারেশন ও ঔষধ সম্পুন্ন বিনামুল্যে প্রদান করা হইবে,
বাকি ৩৪ জনের বিপি ও ডায়বেটিস বাড়তি তাই তাদেরকে পরবর্তী সময় নেওয়া হবে,
উক্ত কর্মসূচি চা বাগানের মানুষকে নিজ উদ্যোগে ফ্রী চক্ষু চিকিৎসা সুযোগ করে দিয়েছেন গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক সংস্থার প্রতিষ্ঠাতা, মহাশয় Ashok Paul স্যার, এর এ মহতি উদ্বেগ স্বাগত জানাতে চা বাগানের সচেতন যুবক,ছাত্র ছাত্রী মুরব্বি সহ বিভিন্ন পেশার মানুষ এগিয়ে আসেন, জাগছড়া চা বাগানের, শ্রমিক ,বললেন আপনাদের সহযোগিতা অপরিসীম ধন্যবাদ জানান চা শ্রমিকদের সেবক সংগঠন এর সভাপতি দাদা বিষ্ণু হাজরা রাজু ও বিশ্বজিত দোষাদ,শান্ত মৃধা, শাওন দোষাদ,
গ্রাউকের পক্ষে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার বাবু অতুল কুমার পাল।
সহ: রিজিওনাল ম্যানেজার বাবু মহাদেব ভূঁইয়া।
শ্রীমঙ্গল ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক বাবু সুজিত বিশ্বাস
সহকারী শাখা ব্যবস্থাপক: বাবু লিটন রুদ্র পাল।
আরও উপস্থিত ছিলেন স্বাধীন সুর্যোদয় শ্রীমঙ্গল প্রতিনিধি: মোঃ ছায়েদ আলী,
শ্রীমঙ্গল ব্রাঞ্চের মহাদেব ভূঁইয়া সহ মাধবপুর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যনাজার Anik Biswas ও Apurbo Sarkar.
এ সমাজিক কাজকে সফল করতে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ প্রকাশ করেন, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক,
আরো বিশেষ ধন্যবাদ জানান চা শ্রমিক সেবক সংগঠনের সভাপতি বিষ্ণু হাজরা রাজু ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনষ্টিউড ও হাসপাতালে কুলাউড়া এই প্রতিষ্টানের ক্যাম্প অর্গানাইজার মোঃ আশিকুর রহমান সরকারকে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।