ইমাম মেহেদী হাসান (স্টাফ রিপোর্টার)
রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের আবাসিক এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫০ জনের বেশি, এমনটাই নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ছিলেন বলে বাংলাদেশ বিমান বাহিনী সূত্রে জানা গেছে। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের প্রাইমারি ভবনের ছাদে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে শিক্ষার্থী ও পথচারীসহ সাধারণ মানুষ হতাহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের এক মুখপাত্র জানান, “এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন এবং ৫০ জনের বেশি আহত। উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে, তাই সংখ্যা আরও বাড়তে পারে।”
এদিকে, বিমান বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
বিধ্বস্ত হওয়া এফ-৭ বিজিআই একটি চীনা নির্মিত ফাইটার ট্রেইনার বিমান, যা বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট প্রশিক্ষণে ব্যবহৃত হয়ে থাকে।
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।