মোহাম্মদ মামুন উদ্দিন( অনলাইন রিপোর্টার)
হাতিয়া উপকূলীয় অঞ্চলে গত কয়েকদিনের টানা খারাপ আবহাওয়ার কারণে আজ ২৫ জুলাই সকাল ১১টা থেকে নলচিরা-চেয়ারম্যান ঘাটসহ ঢাকা-হাতিয়া রুটে সকল ধরনের নৌযাত্রী পরিবহন বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক জারি করা “লোকাল কৌশনারি সিগনাল নম্বর ৩” অনুসরণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের সব নৌ যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটিএ (BIWTA) সূত্রে জানা যায়, সাগর ও নদীতে উত্তাল ঢেউ এবং দমকা হাওয়া দেখা দেওয়ায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে ট্রলার, স্পিডবোট ও স্টিমার চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, এই সিদ্ধান্ত তাদের দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলছে। অনেকেই হাতিয়া থেকে নোয়াখালী ও ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন,
আমরা সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে নৌযান চলাচল বন্ধ করেছি। আবহাওয়া স্বাভাবিক হলে আবার পুনরায় যাত্রা চালু করা হবে।”
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।