মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, তারেক রহমান বাংলাদেশের শান্তি ও জাতীয় ঐক্যের প্রতীক। কঠিন সময়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ রেখে তিনিই ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। নিখাদ দেশপ্রেম ও দুরদর্শী চিন্তা চেতনা নিয়ে এবার নব উদ্যমে দেশ গড়ার পাল উল্লেখ করে মীর হেলাল বলেন, সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে আগামীর মডার্ণ বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে নির্মিত হবে ইনশাল্লাহ।
তিনি আজ বিকেলে হাটহাজারীস্থ দক্ষিণ মেখল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখছিলেন।
কেন্দ্র ঘোষিত সদস্য ফরম পুরন ও নবায়ন কর্মসূচি পালন উপলক্ষে হাটহাজারী উপজেলাধীন , ৮ নং মেখল ৯নং গোরদুয়ারা ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়নসহ ৩ (তিন) ইউনিয়ন বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
ব্যারিস্টার হেলাল বলেন, বর্তমানে একটি অপশক্তি তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী কায়দায় নানা প্রকার অপপ্রচার চালাচ্ছে। মিডিয়াতে তারা নিজেদেরকে তারেক রহমান ও বিএনপির সমকক্ষ হিসাবে উপস্থাপন করতে চায়। এই অপশক্তিকে বাংলাদেশের মানুষ অতীতে যেভাবে ইতিহাসে কলঙ্কজনক স্থানে নিক্ষিপ্ত করেছে ভবিষ্যতেও তাদের স্থান ইতিহাসের আস্তাকুড়েই হবে। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার শক্তি তাদের নেই।
সমাবেশে সভাপতিত্ব করেন ৮ নং মেখল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইসমাইল।
মেখল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি.এম. সাইফুল ইসলাম, উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু, গোরদুয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমএর যৌথ সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, উত্তর জেলা বিএনপি’র সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান উত্তর জেলা সদস্য ডাক্তার রফিকুল আলম, হাটহাজারী উপজেলা উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, বিএনপিনেতা আইয়ুব খান পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার,উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা বেগম, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল উপজেলা যুবদলের আহবায়ক ফখরুল হাসান সদস্য সচিব নুরুল কবির, কামরুদ্দিন নাহিদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইমরান চৌধুরী, পৌরসভার সভাপতি ইলিয়াস মেহেদী সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির মেম্বার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম, গোরদুয়ারা ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদুল ইসলাম আলহাজ্ব উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মফিজুর রহমান, বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলাল তিন ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিক ভাবে নুতন সদস্য ফরম ও নবায়ন ফরম তুলে দেন। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন স্থানীয় সর্বস্তরের সর্বস্তরের জনগণের মাঝে সদস্য ফরম বিতরণ ও পূরণের মধ্য দিয়ে উক্ত তিন ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালি হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।