ডেক্স নিউজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও NCP এর ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বেশ কয়েকজন নেতাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
সাবেক এক সংসদ সদস্যদের বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর গুলশান এলাকা থেকে শনিবার রাত আটটার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পাঁচজন হলেন মো. রিয়াদ, মো. সিয়াম, মো. সাদাফ, মো. ইব্রাহীম ও মো. আমিনুল।
তাদের সাথে NCP, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে ঘনিষ্ঠতার ছবি ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়।
এদিকে চাঁদাবাজির সাথে জড়িতদের সংগঠন থেকে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
NCP ঘনিষ্ঠদের চাঁদাবাজির ঘটনায় নিন্দার ঝড় চলছে সোস্যাল মিডিয়ায়।
সাধারণ মানুষ জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া!
অনেকে বলছেন "বিএনপিই শুধু চাঁদাবাজি করে না NCP-জামায়াত নেতারাও বিভিন্ন অপকর্ম করছে! বিএনপি বড় দল বলে তাদেরটা বেশি চোঁখে পড়ে"
অন্য দিকে জুলাই বিপ্লবের প্রথম সারির যোদ্ধা, সদ্য সংগঠন ত্যাগ করে আশা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেত্রী উমামা ফাতিমা বলেছেন
"এই ছেলেগুলাকে তো নেতাদের পেছনে প্রটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ। সচিবালয় থেকে শুরু করে মিছিল-মিটিং, মারামারি সব জায়গাতেই সমন্বয়কদের ডান হাত, বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রটোকল দিয়ে গেছে। গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীনভাবে তাদের বিরুদ্ধে ছিল"
তিনি আরো বলেন
"ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন, এদের শেকড় অনেক গভীরে"
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।