মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। "কৃষিই সমৃদ্ধি, আধুনিক প্রযুক্তির মাধ্যমে" প্রতিপাদ্যে বিষয় সামনে অতিথিদের সাথে নিয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।
এই মেলা অনুষ্ঠিত হচ্ছে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায়। মঙ্গলবার (২৯ জুলাই) শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলাটির অনুষ্ঠানে যাত্রা শুরু হয়।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। মেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলাউদ্দিন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।
এছাড়াও এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মেলায় মোট ১৪টি স্টল অংশগ্রহণ করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।