নবগঠিত শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টায় শ্রীপুর বাজারের স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই সভায় ইউনিয়নের নতুন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক মো. লায়েছ মিয়া। পরিচালনার দায়িত্বে ছিলেন নবনিযুক্ত সদস্য সচিব মোশাহিদ আলী।
সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা বলেন, এই কমিটি দল পুনর্গঠন, ওয়ার্ড পর্যায়ে কার্যকর কমিটি গঠন এবং কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আহ্বায়ক মো. লায়েছ মিয়া তার বক্তব্যে বলেন,
“বিএনপির গৌরবোজ্জ্বল ইতিহাস ও নেতৃত্বকে সামনে রেখে আমরা ইউনিয়ন পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও সক্রিয় করবো।
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করতে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থে অবদান রাখতে হবে।
সভায় আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেরদৌস আলম আখঞ্জী, মো. বাচ্চু মিয়া, হাজী আব্দুস সামাদ, সিজিল মিয়া, শামসুল হক, কামাল হোসেন, লালু মিয়া, আলী আমজদ ও ফারুক মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিচিতি সভাটি এক পর্যায়ে উৎসবমুখর পরিবেশে রূপ নেয় এবং অংশগ্রহণকারীরা ঐক্য, শৃঙ্খলা ও দলের প্রতি আনুগত্য প্রকাশ করে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।