সাইফুল ইসলাম রায়পুর উপজেলা প্রতিনিধি
পশ্চিম চরকাসিয়া হল, রায়পুর উপজেলার, খাসের হাট পোস্ট অফিসের, অন্তর্গত নদীর পাড় চরাঞ্চল গ্রাম, এই এলাকায় প্রায় ৩০০ অধিক বসতি বাড়ি রয়েছে, এখানে যারা বসবাস করে, তারা কেউ জেলে, ব্যবসায়িক, ঘেরস, কৃষক ও শ্রমজীবী, দীর্ঘ অনেক বছর যাবত এই মানুষগুলো কোন কিছু কেনাবেচা করার জন্য এবং মালামাল বাজারে আনা নেওয়া করার জন্য তাদের অনেক কষ্ট করতে হতো, এবং স্কুল মাদরাসা কলেজে হাসপাতালে যাওয়া আসা করার জন্য তাদেরকে খুবই ভোগান্তিতে পড়তে হতো, আর সেই প্রেক্ষিতে এলাকার সমস্ত মানুষ মিলে একটি ব্রিজ নির্মাণের চিন্তাভাবনা করল,তাই এলাকার সমস্ত মুরব্বিরা মিলে, এলাকাবাসীর কাছ থেকে চাঁদা উঠিয়ে এই ব্রিজ নির্মাণ করে আর সে চিন্তা ভাবনা থেকেই গড়ে উঠেছিল এইব্রিজ, কিন্তু এখন আর এই ব্রিজ তার আগের রূপে নেই, নদীতে অতিরিক্ত পানি হওয়ায় ব্রিজটি ধসে পড়ে, আর এই ধসে পড়ার কারণেই এখন মানুষ সেই আগের ভোগান্তিতেই পড়বে এই চিন্তা ভাবনা করছেন এলাকার সমস্ত মানুষজন, তাই সরকারের কাছে তাদের আকুল আবেদন যাতে সরকার তাদেরকে সহযোগিতা করে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।