মোঃ আসিফ রহমানের পক্ষ থেকে
নিখোঁজ মোঃ নাইমুর রহমান রিফাতের জন্য মানববন্ধন।
রাজধানীর মালিবাগ রেলগেট এলাকা থেকে নিখোঁজ হওয়ার ১৩ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি মোঃ নাইমুর রহমান সিফাত (২৯) নামের এক স্বেচ্ছাসেবী রক্তদাতার। তার এমন অজ্ঞাত নিখোঁজ হওয়া নিয়ে পরিবার ও ঘনিষ্ঠদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।
সিফাত নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাদুলী মোল্লা পওন খাস বাড়ির মোঃ নুর নবী সন্তান । বর্তমানে তিনি স্ত্রীসহ ঢাকার খিলগাঁও তিলপাপাড়ায় বসবাস করতেন।
গত ১৯ জুলাই ২০২৫, শনিবার, সন্ধ্যা ৭টার দিকে মালিবাগ রেলগেট থেকে নিখোঁজ হন তিনি। ওইদিন মাল্টিপ্ল্যানে ল্যাপটপ মেরামতের জন্য গিয়েছিলেন বলে জানিয়েছেন পরিবার।
সিফাত একজন রক্তদাতা স্বেচ্ছাসেবী হিসেবে সুপরিচিত ছিলেন। যেকোনো বিপদে মানুষকে সাহায্য করাই ছিল যার জীবনের অন্যতম লক্ষ্য। তাঁর এভাবে নিখোঁজ হয়ে যাওয়া পরিবার ও বন্ধুদের মাঝে চরম বেদনার সৃষ্টি করেছে।
নিখোঁজের ১৩তম দিনে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তাঁর পরিবার, বন্ধু ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
"আমার স্বামীকে ফিরিয়ে দিন — ওকে একবার শুধু দেখতে চাই," — কান্নাজড়ানো কণ্ঠে এভাবেই আকুতি জানালেন সিফাতের স্ত্রী আঞ্জুমান জারা। মানববন্ধনে তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, “মানবিক একজন মানুষ এভাবে নিখোঁজ হওয়া জাতির জন্য দুঃখজনক। আইনশৃঙ্খলা বাহিনীর উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”
সিফাতের নিখোঁজ হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো সিসিটিভি ফুটেজ বা বিশ্বাসযোগ্য সূত্রে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
যদি কোনো সহৃদয় ব্যক্তি সিফাত সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে:
০১৮৪৬ ০৫৫ ৮৩৬ (মোঃ আব্দুল আলিম), ০১৯১১ ৪৫৬ ৪৯৫ (মাহদী হাসান আপন)
পরিবার, বন্ধু এবং সমাজের সচেতন মানুষ সিফাতের নিরাপদ ফেরার জন্য দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।