আশরাফুল ইসলাম আশিক (উপজেলা প্রতিনিধি)
শহীদ জিয়া স্মৃতি সংসদ এর কমিটি গঠনে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বি,এন,পির সাবেক সহঃ সভাপতি জনাব আব্দুর রশীদ ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সালাম, শহীদ জিয়া স্মৃতি সংসদ শ্যামনগর উপজেলার আহবায়ক শাহিনুর রহমান শাহীন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সুমন সহ অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের উপস্থিতিতে। ৩১ সদস্য কমিটি অনুমোদন দেওয়া হয়।
(৩১সদস্য কমিটি)
১/বাবু সানা (আহবায়ক) ২/রাকিব হোসেন রকি (সিঃযুগ্ম অববাহক) ৩/এনামুল মোল্লা (যুগ্ম আহ্বায়ক) ৪/সাদেক হোসেন (যুগ্ম আহ্বায়ক)৫/আসাদুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক) ৬/ফারুক হোসেন মোল্লা (যুগ্ম আহ্বায়ক) ৭/নাঈম হোসেন (সদস্য সচিব) ৮/সুমন হোসেন (সদস্য) ৯/জাহাঙ্গীর মোড়ল(সদস্য) ১০/আশিক (সদস্য) ১১/মনিরুল গাজী (সদস্য) ১২/আব্দুল ওহাব সোনা (সদস্য) ১৩/হৃদয় হোসেন (সদস্য) ১৪/আরাফাত হোসেন (সদস্য)১৫/রাকিব হোসেন (সদস্য)১৬/রাসেল হোসেন (সদস্য) ১৭/নুর ইসলাম (সদস্য) ১৮/মুন্না (সদস্য)১৯/আলাউদ্দিন (সদস্য)২০/সুজন গাজী(সদস্য)২১/আশরাফুল শেখ (সদস্য) ২২/হাসান সানা (সদস্য) ২৩/আইয়ুব আলী (সদস্য) ২৪/আতাউর রহমান (সদস্য) ২৫/আতিক হোসেন (সদস্য) ২৬/মিলন হোসেন (সদস্য) ২৭/সাব্বির হোসেন (সদস্য) ২৮/আলামিন (সদস্য) ২৯/মমিনুর সানা (সদস্য)৩০/আরিফুল মোল্লা (সদস্য) ৩১/ফারুক মোল্লা(সদস্য)
উক্ত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমদন দেওয়া হয়
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।