আব্দুল আজিজ, নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকেলে নাচোল ডাকবাংলো চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ ইয়াকুব আলীর সভাপতিত্বে এবং পৌর আমীর মাওলানা মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইয়াহিয়া খালেদ।
গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইয়াহিয়া খালেদ বলেন,
"জুলাই গণঅভ্যুত্থান ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যেখানে দেশের ছাত্র-জনতা ও জনগণ একদলীয় ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছিল। আজ যখন দেশ পুনরায় স্বৈরাচারী ও একনায়কতান্ত্রিক দুঃশাসনের কবলে, তখন আবারও প্রয়োজন সেই গণজাগরণ, প্রয়োজন ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করা। জামায়াতে ইসলামী সেই ঐতিহাসিক ধারার উত্তরসূরি হিসেবে গণমানুষের পাশে রয়েছে এবং থাকবে ইনশাআল্লাহ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর জামায়াতের নাইবে আমীর ডা. রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা মোবারক হোসেনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।গণমিছিলটি ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।