আব্দুল আজিজ, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ৫ আগস্ট “স্বৈরাচার শেখ হাসিনার পতন ও ছাত্র-জনতার বিজয় দিবস” যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে বিজয় র্যালি, আলোচনা সভা ও রাজনৈতিক শপথের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে তোলা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জনাবা মাসউদা আফরোজ শুচি।
বিশেষ অতিথি ছিলেন মোঃ তরিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক, নাচোল উপজেলা বিএনপি এবং মোঃ রফিকুল ইসলাম, সভাপতি, পৌর বিএনপি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ হাসান ইমতিয়াজ।
আলোচনা সভার সভাপতিত্ব করেন জনাব মোঃ এম মজিদুল হক, সভাপতি, নাচোল উপজেলা বিএনপি।
বাংলাদেশের ইতিহাসে গৌরবগাথা ‘৫ আগস্ট’
২০২৪ সালের ৫ আগস্ট—বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গৌরবময় ও যুগান্তকারী দিন। এদিন ছাত্র-জনতার টানা প্রতিরোধ, আত্মত্যাগ ও গণআন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রাসাদ কেঁপে উঠে। রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখা ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পরিণতিতে তিনি দেশত্যাগ করে ভারতে পালাতে বাধ্য হন। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এই দিনটি পরিণত হয় গণজাগরণের মহান প্রতীকে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিবাদের বজ্রধ্বনি
বক্তব্যে মাসউদা আফরোজ শুচি বলেন,“গত ১৫ বছরে বাঙালি জাতি যে দুঃশাসন, জুলুম ও রক্তপাত সহ্য করেছে, তার দায় স্বৈরাচার হাসিনাকে নিতে হবে। নৃশংস হত্যাকাণ্ড, গুম, মামলা ও দমননীতি দিয়ে ছাত্র-জনতার কণ্ঠরোধ করা হয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়—প্রতিরোধই পরিবর্তনের প্রথম ধাপ। ছাত্র-জনতার রক্ত বৃথা যেতে পারে না, যাবে না।”তিনি আরও বলেন,“আমরা রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করবো, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ফিরিয়ে আনবো প্রকৃত গণতন্ত্র। এই বাংলায় আর কোনো নতুন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।”
আলোচনা সভায় অন্যান্য নেতৃবৃন্দ বলেন, এই বিজয়ের দিনটি শুধু উদযাপনের জন্য নয়—এই দিনে আমাদের শপথ নিতে হবে, আর কখনো এই দেশে স্বৈরতন্ত্র ও ভোটচুরি হতে দেওয়া যাবে না। রাষ্ট্র, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা এবং বিচার বিভাগের নিরপেক্ষতা ফিরিয়ে আনা ছাড়া মুক্তি নেই।
বিজয় র্যালিতে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে নাচোলের রাজপথ। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।