মো : তারিকুল ইসলাম ( কুমিল্লা জেলা প্রতিনিধি )
যাত্রাপুর দক্ষিণ পাড়া মোল্লা বাড়ী থেকে প্রতিষ্ঠিত সমাজসেবামূলক প্রতিষ্ঠান মোল্লা ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সম্প্রতি এলাকার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এই মহতী কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ প্রয়োজনীয় পাঠ্যসামগ্রী তুলে দেওয়া হয়, যা তাদের শিক্ষাজীবনে প্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মোল্লা ফাউন্ডেশন সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নাজমুল হাসান এর নেতৃত্বে ফাউন্ডেশনটি স্থানীয় পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা দিয়ে আসছে।
মোল্লা বাড়ীর সদস্যবৃন্দ নিয়মিতভাবে এই ফাউন্ডেশনে আর্থিক ডোনেশন দিয়ে কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সমাজসেবায় এমন সম্মিলিত উদ্যোগ স্থানীয় পর্যায়ে প্রশংসা কুড়িয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।