মোঃ মেহেদী হাসান রানা ঢাকা প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে গণঅধিকার পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার প্রধান কার্যালয়ে ২ নং যুগ্ম সদস্য সচিব মনির হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিক অধিকারের জেলা সভাপতি আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজ আহ্বায়ক আ. হান্নান অমি, রাজাপুর উপজেলা আহ্বায়ক মো. নাসির উদ্দিন, সদস্য সচিব আব্দুল্লাহ কবির, ১ নং যুগ্ম আহ্বায়ক মো. আ. হামিদ, সদস্য সচিব মো. নাসির উদ্দিন, সোহাগ মোল্লা ও আকরাম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মো. আ. রাজ্জাক, কালকাঠি জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন সাজু, মো. হাসিবুর রহমানসহ উপজেলার ছয় ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা।
পরিচিতি সভা শেষে স্থানীয় কিশোরদের মাঝে ফুটবল উপহার দেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।