মোঃ রাকিব হাসান(পঞ্চগড় জেলা প্রতিনিধি):
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ করিম (৩০) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার ভজনপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত করিম উপজেলার দেবনগর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মো. আজিজুল হকের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় করিমকে আটক করে তার কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, করিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। শুধু মাদক নয়, তার বিরুদ্ধে ভারত থেকে গরু পাচার, ফেনসিডিল চোরাচালানসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় করিমের একটি ক্যাডার বাহিনী রয়েছে। যেখানে ১২ থেকে ১৩ জন সদস্য কাজ করে যারা সীমান্ত এলাকায় নানা অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূসা মিয়া জানান, “আটককৃত করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার অতীত অপরাধের বিষয়গুলোও খতিয়ে দেখা হবে।”
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।