পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
০৯ আগস্ট/২৫গত বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাতে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা ও আনোয়ার হোসেনকে মারাত্নকভাবে আহতের ঘটনায় বিচারের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন জয়পুরহাট প্রেসক্লাবের সাংবাদিকরা। এসময় তারা সন্ত্রাসীকর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় জেলা শহরের জিরো পয়েন্ট মসজিদ মার্কেটের সামনে ‘সাংবাদিক হত্যার বিচার চাই, সাংবাদিকদের নিরাপত্তা চাই’ এই স্লোগানে এ কর্মসূচী করা হয়। জয়পুরহাট প্রেসক্লাব আয়োজিত এই কর্মসূচীতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল আলিম, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম প্রমুখ।
এসময় তারা বলেন, সাংবাদিকরা কোন সরকারের আমলেই সুরক্ষিত ছিলনা এখনো নয়। সাংবাদিকরা সব সরকারের সময়ই হামলার শিকার, মামলার শিকার এবং হত্যার শিকার হয়েছে, এর মধ্যে কোনটিরও সঠিক বিচার করতে সক্ষম হয়নি সরকার। আমরা সাংবাদিক হত্যার উপযুক্ত বিচার চাই এবং সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা চাই।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।