সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি):
পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
রবিবার (১০ জুলাই) সকালে পরশুরামঘাট আর্মি ক্যাম্প এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মো. মাসুদ খান। এসময় মেজর সামিউল হক সামিসহ সামরিক বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৪ জন হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, ২টি অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য আর্থিক সহায়তা এবং স্থানীয়দের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখা এবং দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।