মনিরুল হক রাফি কক্সবাজার (উখিয়া)প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলার ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। কারণ, এখানকার প্রতিভাবান ফুটবলার রিপা আক্তার আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায় সূচনা করেছেন। তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ভূটানের একটি পেশাদার ফুটবল ক্লাবের সঙ্গে। এই চুক্তি শুধু রিপার ব্যক্তিগত অর্জন নয়, উখিয়া তথা কক্সবাজারের ক্রীড়াপ্রেমীদের জন্যও এক অনন্য গৌরবের মুহূর্ত।
রিপা শৈশব থেকেই ফুটবলের প্রতি অনুরাগী। স্থানীয় স্কুল মাঠ থেকে শুরু করে জেলা পর্যায়ের টুর্নামেন্ট—সব জায়গায়ই তার দৌড়ঝাঁপ আর গোল করার কৌশল নজর কেড়েছে দর্শকদের। গত কয়েক বছরে তিনি বিভিন্ন জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেকে প্রমাণ করেছেন একজন দক্ষ স্ট্রাইকার হিসেবে। এই ধারাবাহিক সাফল্যের ফলেই ভূটানের একটি শীর্ষস্থানীয় মহিলা ফুটবল ক্লাব তার প্রতি আগ্রহ দেখায় এবং আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়।
চুক্তি স্বাক্ষরের পর রিপা বলেন, “আমি সবসময় স্বপ্ন দেখেছি আন্তর্জাতিক পর্যায়ে খেলার। আজ সেটি বাস্তবে রূপ নিচ্ছে। এই সুযোগ উখিয়ার মেয়েদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি মাঠে আমার সেরাটা দিতে চাই, যাতে দেশের নাম উজ্জ্বল হয়।”
রিপার কোচ ও স্থানীয় ক্রীড়া সংগঠকরা জানালেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তার এই সাফল্য প্রমাণ করে যে মেধা ও পরিশ্রম থাকলে বড় স্বপ্ন পূরণ সম্ভব। উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বলেন, “রিপা শুধু একজন খেলোয়াড় নন, তিনি উখিয়ার মেয়েদের জন্য রোল মডেল।”
স্থানীয় ক্রীড়াপ্রেমীরাও রিপার এই অর্জনে উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, আন্তর্জাতিক অঙ্গনে রিপার অংশগ্রহণ উখিয়ার ফুটবল অবকাঠামো উন্নয়নের পথ সুগম করবে।
ফুটবল বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের মেয়েরা যদি নিয়মিত প্রশিক্ষণ, পুষ্টি ও আন্তর্জাতিক ম্যাচের সুযোগ পান, তাহলে এশিয়ার মহিলা ফুটবলে বড় সাফল্য অর্জন সম্ভব। রিপার ভূটানে চুক্তিবদ্ধ হওয়া সেই সম্ভাবনারই ইঙ্গিত দেয়।
রিপা আগামী মাসেই ভূটানে যোগ দেবেন এবং ক্লাবটির হয়ে মরসুমের প্রথম ম্যাচে মাঠে নামবেন বলে জানা গেছে। স্থানীয়রা আশা করছেন, বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা তাকে আরও শক্তিশালী করবে এবং জাতীয় দলে ফিরিয়ে আনবে নতুন সাফল্য।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।