আশরাফুল ইসলাম ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি।
নাম মিঠুন চন্দ্র সূএধর (২৫)। ধীতপুর উচ্চ বিদ্যালয় হতে ২০১৯ সালে এসএসসি পাস করে বর্তমানে বগুড়া আইএচসটিতে রেডিওলোজী বিভাগে অধ্যায়নরত। কাঠমিস্ত্রী বাবার মেধাবী ও আশার প্রদীপ। সে বর্তমানে কিডনি রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। তার দু’টি কিডনিই বিকল হয়ে গিয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্রতি মুহূর্ত। ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে সে মাকে বার বার বলছে, একটু বিষ এনে দাও খেয়ে যন্ত্রণা থেকে মুক্তি নেই। দারিদ্র্যতার কারণে কান্না ছাড়া যে আর কিছুই করার নেই। ঈশ্বরগঞ্জ উপজেলার ধীতপুর গ্রামের ফল্লাদ চন্দ্র সূএধর এর ছেলে তিনি। মিঠুন এর বাবা জানান, ছোট থেকে সে কিডনি রোগে আক্রান্ত।
বাংলাদেশে চিকিৎসা শেষে সর্বসম্বল দিয়ে ভারতে চিকিৎসা করাতে নিয়ে যাই চিকিৎসকরা পরীক্ষা শেষে বলেন, তার দুটি কিডনি বিকল হয়ে গিয়েছে অতি দ্রুত কিডনি প্রতিস্থাপন করাতে হবে,কিন্তু দরিদ্র বাবা এতদিন চিকিৎসা করলেও এক বছর ধরে তার দু’টি কিডনিই নষ্ট হয়ে গেছে। ভিটেবাড়ি ছাড়া আর কিছু নেই তার। যা কিছু ছিল সবকিছু দিয়ে করে প্রায় ১০/১২ লাখ টাকা দিয়ে এতদিন চিকিৎসার খরচ চালিয়েছি। বর্তমানে টাকার অভাবে কিডনি প্রতিস্থাপন করাতে পারতেছি না।এক-দুইদিন পরপর ডায়ালাইসিস, ও যাতায়াতসহ প্রতি সপ্তাহে ১০-১২ হাজার টাকা খরচ বহন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই ছেলেকে বাড়িতে রেখে দিয়েছি। আমার ছেলেকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন। তাই সরকার ও দেশ বিদেশের বিত্তশালী ব্যক্তিরা যদি আমার ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন তাহলে হয়তো তাকে বাঁচানো সম্ভব।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।