মনিরুল হক রাফি কক্সবাজার (উখিয়া) উপজেলা প্রতিনিধি
বাংলাদেশের দক্ষিণ-পূর্ব প্রান্তে কক্সবাজার সীমান্তে প্রতিদিন কোটি কোটি টাকার ইয়াবা, ক্রিস্টাল মেথ, হেরোইনসহ নেশাজাত দ্রব্য প্রবেশ করছে। নাফ নদী হয়ে আসা এসব মাদক পাহাড়ি গহ্বর ও গোপন পথে গুদামে পৌঁছায় এবং পরে রাজধানীসহ বড় শহরে ছড়িয়ে পড়ে। চার স্তরে গড়ে ওঠা চক্রের নিয়ন্ত্রণে রয়েছে মিয়ানমারের সরবরাহকারী, স্থানীয় ফিনান্সার, পাইকারি পরিবেশক ও খুচরা বিক্রেতা।
মাদক সমাজের শিরায় বিষ ছড়িয়ে দিচ্ছে—শিক্ষা ব্যাহত হচ্ছে, অপরাধ বাড়ছে এবং পারিবারিক জীবনে ভাঙন নামছে।
এদিকে বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত কক্সবাজার রিজিয়ন বিজিবি উদ্ধার করেছে ২ কোটি ৯০ হাজারের বেশি ইয়াবা, ৩৮১ কেজি ক্রিস্টাল মেথ, ২৫ কেজির বেশি হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক, যার বাজারমূল্য প্রায় ৮৯৩ কোটি টাকা। গ্রেপ্তার হয়েছে ২,৬৩৯ জন পাচারকারী।
১৪ আগস্ট কক্সবাজার ৩৪ বিজিবির প্রশিক্ষণ মাঠে আয়োজিত সভায় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকসার খানসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অঙ্গীকার করা হয় অস্ত্র প্রযুক্তি ও জনসম্পৃক্ততার সমন্বয়ে সীমান্তের অন্ধকার মাদক সাম্রাজ্য ধ্বংস করা হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।